News update
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     

বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-11-12, 7:57am

38526ccbbf681d43f1405d5e11f6900bb4d873d5b3059ddb-9cede38bc96745622c62e8619c67fd2e1762912657.jpg




শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৬৮ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়েছে।

এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে।

পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন এবং এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ হাজার ২১৯ জন।