News update
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-01-21, 8:02am

f5b61195528b5e3738483f7b65956feb9d2b4b5b62302a19-9b6c9936d153bf20f83ba0c6fbcd24f01768960973.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফল প্রকাশ করে।

গত ১৩ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর খ ইউনিটে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর প্রায় ৯২ দশমিক ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।

জানা গেছে, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী।

শাখাভিত্তিক হিসাবে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।