News update
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

পর্যটন 2022-12-17, 10:38pm

onlookers-observe-the-recovery-of-the-body-of-a-female-tourist-from-a-kuakata-hotel-on-saturday-95fb01f1f7240b53dc6f2639ad1457521671295082.jpg

Onlookers observe the recovery of the body of a female tourist from a Kuakata Hotel on Saturday



পটুয়াখালী: পর্যটন কেন্দ্র কুয়াকাটায়  ঝিলিক নামের একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে ওই নারী পর্যটকের অবস্থানকৃত রুম চেক আউটের জন্য  হোটেল কর্তৃপক্ষ  ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। 

হোটেল সূত্রে জানা যায়, গত ১৬ই ডিসেম্বর সকাল ৬টায় কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম নামের দুইজন হোটেল ঝিলিকের ২০৪ নাম্বার রুম ভাড়া নেয়। পরে গতকালকে সারাদিন তারা হোটেলে অবস্থান সহ বাহিরেও ঘোরাঘুরি করে বলে জানায় তারা। স্বামী পরিচয় দেয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিষ্ট্রিতে উল্লেখ রয়েছে।

হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, আজকে সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। রুমের ভিতর থেকে তালা লাগানো থাকায় আমরা সাথে সাথে পুলিশকে খবর দেই।  পরে মহিপুর থানা পুলিশ এসে ঝুলন্ত লাশ নামায়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঝুলন্ত অবস্থা থেকে এই নারী পর্যটকের লাশ  উদ্ধার করেছি। তবে স্বামী পরিচয় দেয়া সুজনকে পাওয়া যায়নি। ওইরুম থেকে আলামত হিসাবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। তবে হোটেল রেজিষ্ট্রার থেকে তথ্য নিয়ে আমরা তাদের সনাক্তের চেষ্টা করছি। 

হাফিজুর রহমান আরও জানান, উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী  মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। - গোফরান পলাশ