News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের নির্বাচনী মতবিনিময় সভা ও পিঠা উৎসব

পর্যটন 2024-01-20, 1:04am

atab-ganatantrik-oikya-jote-opinion-exchange-and-cake-festival-held-497baffd0d298d06c7701dbf1ad9bfd41705691086.jpg

ATAB Ganatantrik Oikya Jote opinion exchange and cake festival held.



আসন্ন ২০২৩-২০২৫ নির্বাচন উপলক্ষে দেশের বৃহত্তম ট্রাভেল এজেন্সির সংগঠন  অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের উদ্যোগে ১৮ই জানুয়ারি সন্ধ্যায়  ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইল অডিটোরিয়ামে এক বিশাল নির্বাচনীয় মতবিনিময় সভা ও শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেন সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা।

এতে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান আসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবের বর্তমান সফল সভাপতি ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক  এস.এন মন্জুর মোর্শেদ  (মাহবুব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি মোঃ রাফিউজ্জামান। কসমিক এয়ার ট্রাভেলস সত্ত্বাধিকারী নুরুল আমিন শাহীন, লন্ডন এয়ারের আজাদ হোসেন, খান এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের নোয়াব খান, আল মক্কা ট্রাভেলসের মাওলানা খোরশেদ আলম, এনার ট্রাভেলসের কুতুব উদ্দিন। গোলাম মোহাম্মদ ভূঁইয়া মানিকের সঞ্চালনায় বিশেষ উপস্থিত ছিলেন  ফ্লাই এয়ার স্বত্বাধিকারী সাংবাদিক শাহীন আলম জয় । উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম সিলেট সহ  বিভিন্ন বিভাগের প্রায় আট শতাধিক ট্রাভেল এজেন্সির মালিক কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি