News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

চালু হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2024-06-08, 10:09am

dgsgsdg-07d53ecdd0e48eb88381256e5aacff671717819875.jpg




বন্যার কারণে ৭দিন বন্ধ থাকার পর চালু করা হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র।

শুক্রবার সকাল থেকে সিলেটের সীমান্তবর্তী এ পর্যটনকেন্দ্র  আবারও চালু হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার পর্যটন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় শর্ত সাপেক্ষে শুক্রবার ৭ জুন থেকে আবারও পর্যটকদের জন্য সাদাপাথর চালু করার সিদ্ধান্ত হয়। সভায় পর্যটক ও মাঝিসহ সংশ্লিষ্ট সকলের জন্য নির্দেশনাসমূহে মেনে চলার অনুরোধ করা হয়। নির্দেশনাসমূহ হলো:- সকল নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে নৌকা ছাড়তে হবে। পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না। ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হলো। পর্যটকরা নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। মাঝিরা তাদের সাথে সর্বদা ভালো আচরণ করবেন। আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এতে আরো উল্লেখ্য করা হয়, নির্দেশনাসমূহ না মানার কারণে কোন দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সাদাপাথর তলিয়ে যাওয়ায় গত ৩০ মে এ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।