News update
  • BSF halts fencing at Joypurhat border after BGB intervention     |     
  • 30 NCP leaders urge Nahid Islam not to form alliance with Jamaat     |     
  • Tarique offers fateha at graves of Pilkhana martyrs, father-in-law     |     
  • Navy detains 11 over smuggling diesel, cement to Myanmar     |     
  • Investors stay away as stocks turnover drops 7% despite index gains     |     

কুয়াকাটায় পর্যটকের মাঝে সুপেয় পানি ও চকলেট বিতরণ

পর্যটন 2024-10-13, 9:28pm

drinking-water-and-chocolates-were-distriuted-among-tourists-in-kuakata-on-the-last-day-of-the-4-day-durga-puja-festival-on-sunday-7940d292331f6093659343ce106b61671728833313.jpg

Drinking water and chocolates were distributed among tourists in Kuakata on the last day of the 4-day Durga Puja Festival on Sunday.



পটুয়াখালী: শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির শেষ দিনে পটুয়াখালীর কুয়াকাটায়  পর্যটকের মাঝে সুপেয় পানি  ও শিশুদের মাঝে জন্য  চকলেট বিতরণ করা হয়েছে । রবিবার  (১৩ অক্টোবর) সকাল ১০টায় সমুদ্র সৈকতের  ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন পর্যটকের হাতে সুপেয়  পানি এবং ছোট ছোট শিশুদের হাতে চকলেট তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন  কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন'র পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আঃ আজিজ মুসুল্লি, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক, পৌর যুবদল সাধরন সম্পাদক জহিরুল ইসলাম মিরন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।  

ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক শামীম হোসাইন বলেন,  এটি একটি ভালো  উদ্যোগ।  এ জনসেবা মুলক কাজ পর্যটক সেবার মান উন্নত করবে । 

ফরিদপুর থেকে আসা নারী পর্যটক সীমা আক্তার বলেন,  এই গরমে তারা সুপেয় পানি বিতরন খুবই প্রশংশনীয় কাজ। 

কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আঃ আজিজ মুসুল্লি জানান, পানির অপর নাম জীবন।  এই সুপেয় পানি উপহার হিসেবে পর্যটকদের মাঝে পৌঁছে দিয়েছি। - গোফরান পলাশ