News update
  • International Day of Persons with Disabilities celebrated at Barura     |     
  • Bangladesh achieves 97% typhoid vaccine coverage for children     |     
  • Jeddah welcomes global stars to Red Sea Int’l Film Festival     |     
  • Exports earn $3.9 billion in Nov, up 1.8% from Oct     |     
  • Air ambulance delay delays Khaleda Zia’s departure for London     |     

কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

মৎস 2024-10-13, 9:19pm

hilsa-on-sale-in-kalapara-2d9b8b704a6b87c5393e2663d45430aa1728832783.jpg

Hilsa on sale in Kalapara



পটুয়াখালী: শনিবার মধ্যরাত থেকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় শনিবার সন্ধ্যা রাত মধ্যরাত অবধি উপকূলের হাট-বাজার গুলোতে ছিল ইলিশ বিক্রির ধুম।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর পরই মাইকিং করে কলাপাড়া পৌরসভা, টিয়াখালী, নীলগঞ্জ, বালিয়াতলী সহ উপজেলার প্রায় সব মাছ বাজারগুলো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইলিশ বিক্রি শুরু হয়। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এসব বাজার। তবে আগের তুলনায় দাম তেমন কমেনি বলে দাবি ক্রেতা বিক্রেতাদের। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৫শ থেকে ১৬শ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হয়েছে ৩শ থেকে ৩শ' ৫০ টাকা কেজি দরে। 

শুক্রবার ও শনিবার দুই দিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিন উপকূলের এসব হাট-বাজারে বিক্রি হয়েছে বলে জানায় স্ৎথানীয় মৎস্য বিভাগ। - গোফরান পলাশ