News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

সেন্টমার্টিন নিয়ে যে বার্তা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2024-10-31, 7:02am

d054a5941d729ba702eac8be2800d8e1bebc0cdaaca38bc4-71cd28a2adbe2ce512a9639e353dfd0c1730336578.jpg




সেন্টমার্টিন দ্বীপ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্রাক্টস-এর ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নজরে এসেছে উল্লেখ করে এতে বলা হয়, এসব খবর ও পোস্ট বানোয়াট ও ভিত্তিহীন।

সেন্টমার্টিন দ্বীপ কোনো বিদেশি দেশ কিংবা বিদেশি অথবা স্থানীয় কোম্পানিকে ইজারা দেয়ার কোনো ইচ্ছা বাংলাদেশ সরকারের নেই।

সেন্টমার্টিনের বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য সম্প্রতি দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেন্টমার্টিন একটি ভঙ্গুর প্রবাল দ্বীপ, যা পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও বসবাসের কারণে পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণিজগৎ ও জলজ জীবন সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে বিৃতিতে উল্লেখ করা হয়। তথ্য সূত্র সময় সংবাদ।