News update
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     
  • China slaps 34% tax on US imports retaliating Trump tariffs     |     
  • Dhaka’s air quality marks ‘unhealthy’ on Saturday morning     |     
  • Israeli strikes kill at least 17 in Gaza; ground troops enter Strip     |     
  • One lynched in Rajshahi for reportedly killing fish trader     |     

কোটি টাকার বকেয়া আদায়ে কলাপাড়ায় রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু

পানি 2024-12-04, 1:04am

water-connections-of-big-fishes-in-kalapara-were-cut-on-tuesday-under-a-campaign-to-recover-crores-in-default-bills-05273dd66b807d4b72da20ed19ae865c1733252652.jpg

Water connections of big fishes in Kalapara were cut on Tuesday under a campaign to recover crores in default bills.



পটুয়াখালী: প্রায় কোটি টাকার বকেয়া পানির বিল আদায়ে গ্রাহকদের নোটিশ প্রদান এবং পৌর শহরে একাধিক বার মাইকিং করার পর অবশেষে প্রভাবশালী, রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে কলাপাড়া পৌরসভা। 

মঙ্গলবার বিকেলে পৌরসভার প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম'র নেতৃত্বে পৌরশহরে এ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করে কলাপাড়া পৌরসভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সহ পানি শাখার কর্মকর্তারা।

সূত্র জানায়,  সাবেক পৌর মেয়রদের আমলে পৌরসভার গ্রাহকদের কাছে পানি শাখার বকেয়া পাওনা হয় কোটি টাকার উপরে। ৫ আগষ্টের পর কয়েক লাখ টাকা আদায়ের পরও এখনও বকেয়া রয়েছে ৭৪ লাখ ১৪ হাজার ৩২১ টাকা। স্বজন প্রীতি, রাজনৈতিক কানেকশন ও ভোট নষ্ট হওয়ার ভয়ে পৌরসভার স্বার্থ জলাঞ্জলি দিয়েও মেয়র, কাউন্সিলরগণ বকেয়া আদায়ের কোন পদক্ষেপ নেয়নি। এছাড়া পৌরসভার হোল্ডিং ট্যাক্স বকেয়ার অবস্থাও প্রায় একই রকম।

পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ জানান, অভিযানের প্রথম দিনেই সাবেক ইউপি চেয়ারম্যান মো. তারিকুজ্জামান তারা'র বাসভবন,  ব্যবসায়ী রুহুল আমিন'র মমতা রাইস মিল ও মনির বেপারী'র পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদের কাছে পানি শাখার বকেয়া ১ লাখ ৩০ হাজার ৩৫৫ টাকা। প্রভাবশালী, রাঘব বোয়াল গ্রাহকদের কাছে পৌরসভার পানি শাখার বকেয়া টাকা আদায়ে পৌরসভা বর্তমানে হার্ড লাইনে রয়েছে।

কলাপাড়া ইউএনও মো.রবিউল ইসলাম বলেন, 'পৌরসভার বকেয়া আদায়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে, যা অব্যাহত থাকবে। বকেয়া আদায়ে প্রয়োজনে আইনী পদক্ষেপ নেয়া হবে।' - গোফরান পলাশ