News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

পুলিশ 2024-12-04, 1:08am

six-persons-allegedly-members-of-an-inter-district-gang-of-dacoits-were-arrested-in-kalapara-on-tuesday-b0d86a7fda13848d9b7e996172759a481733252922.jpg

Six persons allegedly members of an inter-district gang of dacoits were arrested in Kalapara on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামৈরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ি গামৈরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো। মঙ্গলবার ভোররাত তিনটায় গামৈরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। - গোফরান পলাশ