News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশ 2024-08-01, 11:52pm

the-decomposed-body-of-an-unidentified-person-was-recovered-from-the-sea-shore-in-kuakata-on-thursday-d7b0dd94fcbf54c3088a873f9bfb07ae1722534778.jpg

The decomposed body of an unidentified person was recovered from the sea shore in Kuakata on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে, তাই সে-সকল পরিবারকে খবর দেয়া হয়েছে। 

এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ