News update
  • Budget silent on corruption, money laundering: TIB     |     
  • Budget’s growth, revenue, inflation targets unrealistic: CPD     |     
  • 4 more dengue patients hospitalised in 24 hours     |     
  • Bangladesh sees two more Covid deaths, 89 cases in 24 hours     |     
  • Kader Siddique calls US visa policy disgrace for Bangladesh     |     

যুক্তরাজ্যে মেয়র হলেন সিলেটের নাজমা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-05-19, 9:07am

resize-350x230x0x0-image-223863-1684426154-886960acc7a2ad3ee56e46eb9d66f3691684465666.jpg




যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান। বৃহস্পতিবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। আগামী এক বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী।

গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান।

তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। নাজমা রহমান লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।