News update
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     
  • July Charter final recommendations Oct 15: Consensus Com     |     
  • UN to cut 25% of its global peacekeeping force for US funding strains     |     
  • Thakurgaon farmers happy as canal revives farmlands     |     
  • Trump says Israel, Hamas agree to 1st phase of his peace plan     |     

৫ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-07-07, 7:58am

resize-350x230x0x0-image-230538-1688660565-9630437e6f5c6792cc25c2966431eb171688695126.jpg




মালয়েশিয়া, ইতালি, মিশর, ভিয়েতনাম ও ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। আর ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।

এ ছাড়া মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ায়, সামিনা নাজকে মিশরে, মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।