প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে আইনী পরামর্শ সেবা চালু করেছে বাহরাইন দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন হরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশিদের আইনি সেবা এবং সঠিক আইনগত পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ২ পর্যন্ত দূতাবাস প্রাঙ্গনে অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিনামূল্যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনগত সমস্যার পরামর্শ দেওয়া হবে। চাহিদার প্রেক্ষিতে ভবিষ্যতে এই সেবার আওতা বাড়ানো হবে।
এছাড়া সপ্তাহের প্রতি কার্যদিবসে অফিস চলাকালীন সময়ে দূতাবাসের কর্মকর্তা দ্বারা আইনি পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বাহরাইন প্রবাসীদের দূতাবাসের এই সেবা গ্রহণের অনুরোধ জানান নজরুল ইসলাম।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা বলেন, এই সেবা চালুর ফলে প্রবাসীরা অনেক উপকৃত হবেন। সেইসঙ্গে প্রবাসী শ্রমিকদের হয়রানি কমে আসবে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাহরাইনে বসবাসরত প্রবাসীরা কর্মক্ষেত্রে নির্যাতন, নিয়ম অনুযায়ী বেতন না পাওয়া, আইনজীবী না থাকাসহ এতদিন বিভিন্ন আইনি জটিলতায় ভুগতেন। তবে, আইনি সহায়তা কেন্দ্র চালুর ফলে প্রবাসীদের এই সমস্যা অনেকটাই কমে আসবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।