News update
  • Dhaka's air quality 'good' Saturday morning     |     
  • Guterres Warns of Dire Fallout from Gaza City Takeover     |     
  • CPJ, partners for ending Gaza journos’ starvation & killing by Israel     |     
  • UN summit ends with bold roadmap for landlocked nations     |     
  • Govt Plans Tougher Rules for Battery-Run Rickshaws     |     

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-02-02, 10:27am

main_1706793950-5e7a3383fb779fad5f03d733a5834cc51706848180.jpg




বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বাবাল বাহরাইন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন।

নিহতের সাবেক সহকর্মী ফজলুল হক আরমান বলেন, সড়ক দুর্ঘটনায় ফরহাদের মৃত্যুর বিষয়টি বাহরাইনে থাকা সহকর্মীদের মাধ্যমে জেনেছি।

তিনি জানান, ৬ বছর আগে বাহরাইনে যান ফরহাদ। সেখানে তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। ফরহাদ থাকতেন বাহরাইনের মানাম সিটিতে। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ফরহাদ।

তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহরাইনের মানামা সালমানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফরহাদ মিয়ার লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে ফরহাদের মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদের স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলে রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।