News update
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     

লেবানন থেকে রাতে ফিরবেন আরও ৩০ জন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-10-28, 9:15am

img_20241028_091446-4651419adf697925687557401a8a79221730085300.jpg




যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে চতুর্থ দফায় আরও ৩০ জন প্রবাসী দেশে ফিরবেন।

সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে তাদের বহনকারী বিমান শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ জন দেশে ফেরেন। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে আরও ৯৬ জন দেশে ফিরে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। এ ছাড়া সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

আরটিভি