News update
  • Dr Yunus urges India: Clear recent ‘clouds’ over relations     |     
  • Dhaka urges Delhi: uphold mutual respect on internal matters     |     
  • Meeting between diplomats from EU member states, CA underway     |     
  • 431 sacks of smuggled sugar seize, 2 arrested     |     
  • Indian FS arrives in Dhaka for bilateral talks amid tension     |     

আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিলো আমিরাত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-11-29, 6:13pm

e59fd5fc21af43d91f956e4af0fef9d87634ffa6444f1f58-4f9f9e556eae6cb639fbef013c792c4f1732882412.jpg




জুলাই-আগস্ট বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া ৭৫ বাংলাদেশিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিলো।


শুক্রবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম।

ওই পোস্টে তিনি লিখেন, ছাত্র-জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। 

এ ঘটনায় এ পযর্ন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। আলহামদুলিল্লাহ্। ধন‍্যবাদ সংশ্লিষ্ট সকলকে। সময় সংবাদ।