News update
  • Israel says Gaza ceasefire delayed      |     
  • TikTok shuts down US access     |     
  • Gaza ceasefire: Gazans hope to return to their ruined homes     |     
  • ‘Lebanon is on the cusp of a more hopeful future’: UN chief      |     
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     

ভারতের বিমানবন্দরে ২০ ঘণ্টা আটকা ২২০ বাংলাদেশি যাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-01-07, 7:07am

img_20250107_070556-33234ffd578ad7a13badc283edf1dc9c1736212090.jpg




ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী গত ২০ ঘণ্টা আটকা রয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত পর্যন্ত সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা করা হয়নি।

জানা গেছে, রোববার (৫ জানুয়ারি) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে প্রায় ২০ ঘণ্টা অতিক্রম হলেও সোমবার রাত ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা করেনি। ওই বিমানে গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় ৫ জন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, সেটার ব্যবস্থা করা হয়নি। ফলে সেখানে নারী-শিশু ও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীসহ প্রায় ২২০ জন যাত্রী উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

আটকে পড়া যাত্রীদের অভিযোগ, সোমবার রাত পর্যন্ত তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে—সে বিষয়ে নেই কোনো সঠিক উত্তর।

আটকে পড়া মালিন্দ এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী বলেন, ‘কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয়। পরে তাদের কলকাতা বিমানবন্দরে ‘অপেক্ষালয়’-এ নিয়ে যাওয়া হয়। সকাল থেকে কোনো যাত্রীকে এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি। তাদের কখন ঢাকায় নিয়ে যাওয়া হবে— সে বিষয়ে মালিন্দ এয়ারের কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।’

এদিকে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তাদের দাবি, এটি সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার নিজস্ব বিষয়। ২২০ জন বাংলাদেশি যাত্রী কলকাতা বিমান বন্দর থেকে কখন নিজের দেশে ফিরতে পারবেন—সে বিষয়ে জানা নেই কর্তৃপক্ষের।

এ বিষয়ে জানতে মালিন্দ এয়ারের ভারতের আবাসিক অফিস এবং কুয়ালালামপুর অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

যাত্রীদরে আটকে পড়ার বিষয়ে মালিন্দ এয়ারের ঢাকার স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে বলেন, ‘ঘন কুয়াশার কারণে গতকাল ফ্লাইটটি ঢাকায় নামতে পারেনি। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

আরটিভি/