News update
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-08, 8:47am

eaaa12bb6e2cf49fbaf60249a4b88d1322e03290eea8556a-d7047c42450076c7273e77d669ddd3721754621226.jpg




নিজের মালিকানাধীন টাউনহাউজ থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া বাড়িয়ে দেয়ায় যুক্তরাজ্যজুড়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এর জেরে এবার ছাড়তে হলো মন্ত্রিত্বও।

সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন টাউনহাউজ থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা। এরপর সেই বাড়ির ভাড়া একলাফে সাতশ পাউন্ড বাড়িয়ে দেন।

এক সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত এমপির এই কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও রুশনারার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বাড়ি বিক্রি করার জন্য ভাড়াটিয়াতের তুলে দিয়েছিলেন তিনি। পরে ক্রেতা না পাওয়ায় আবারও ভাড়া দেন।

বিষয়টি সামনে আসার পর রুশনারার কর্মকাণ্ডকে ভণ্ডামি আখ্যা দেন বিরোধীদল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন স্কটিশ এমপি পিট উইশার্ট।

লন্ডন রেন্টারস ইউনিয়ন বলছে, এই ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয়। ইউনিয়নের মুখপাত্র সিয়ান স্মিথ বলেন, একজন মন্ত্রী হিসেবে রুশনারার এমন ভূমিকা সরাসরি স্বার্থসংঘাত তৈরি করে। সরকারকে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ভাড়াটিয়াদের অধিকার সংস্থা ‘জেনারেশন রেন্ট’। নানামুখী চাপে শেষ পর্যন্ত বৃহস্পতিবার (৭ আগস্ট) পদত্যাগ করতে বাধ্য হন রুশনারা আলি। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন রুশনারা আলি।