News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-11, 1:15pm

2c1f268d8e005e1b81474151e71a84668e85c635f1a5e83c-09f275bbe6f0594fcb2ab954bd7409f21754896502.jpg




ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে এক থেকে তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির জারি করা ঘোষণা অনুযায়ী, প্রবাসী এখন তাদের রেসিডেন্ট কার্ডের জন্য তিনটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ ওমানি রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ ওমানি রিয়াল ফি দিতে হবে। তবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকদের জন্য ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপন ফি ১০ রিয়ালই রাখা হয়েছে।

এক বিবৃতিতে র‌য়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত। সূত্র: গালফ নিউজ