News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-27, 7:46am

b79d89a2f34ff00dd2dbc4b19b2de43e307d135c7891dd7c-9c7b1ddcedc16c69e5d5c1204e4a3ced1756259215.jpg




মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের জন্য, ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইন পরিচালনা করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে দেশটির অন্যান্য দ্বীপেও পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

রাজধানী মালে থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপের থুড্ডু আইল্যান্ড। দ্বীপটিতে প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। এই প্রবাসীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে সম্প্রতি দ্বীপটিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইন চালু করেন বাংলাদেশ হাইকমিশন।

গত শনিবার ও রোববার (২৩ ও ২৪ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইদিনব্যাপী চলা এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পে প্রায় ৫০ জন প্রবাসীকে ই-পাসপোর্ট সেবা, এনআইডি কার্ড, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডসহ বিভিন্ন সেবা দিয়েছেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসীরা খুব সহজে মালে না এসেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপেও পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ এই ক্যাম্প শেষে আইল্যান্ডটির কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন হাইকমিশনের প্রতিনিধিদলটি। এসময় দ্বীপটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধিকরণসহ উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও আইল্যান্ডটির কাউন্সিলের আহমেদ কারাম দ্বীপটিতে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আহ্বান জানান এবং বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়েও হাইকমিশনের প্রতিনিধিদলের সাথে আলোচনা করেন তিনি।

এসময় বাংলাদেশ মিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কাউন্সিল সদস্য। তারা সেবা গ্রহণকারীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

হাইকমিশনের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে, ভ্রাম্যমাণ এ ক্যাম্পে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা মিশনের প্রতিনিধিদলের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। একইসাথে এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির অন্যান্য দ্বীপগুলোতেও অব্যাহত রাখার দাবি জানান। সময়