News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

৩৪ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-17, 7:28am

021f5cf09d1ef7d5757da90913d70701b5d533ca323e305e-d7278adba1c46f66079d5dab970d28781758072483.jpg




মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ মোট ১৭৬ জন বিদেশি বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বিবৃতিতে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ২ থেকে এই স্থানান্তর কার্যক্রম পরিচালনা করা হয়।

বন্দিদের মধ্যে ১১২ জন ইন্দোনেশীয়, ৩৪ জন বাংলাদেশি, ১৩ জন কম্বোডীয়, ৬ জন পাকিস্তানি, ৫ জন ভিয়েতনামি, ২ জন ভারতীয়, ২ জন নেপালি, একজন করে থাই ও মিশরের নাগরিক আছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৩৬ জন পুরুষ এবং ৪০ জন নারী বলে জানানো হয়েছে। ফেরত পাঠানো বন্দিদের সবার বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে। তারা মালয়েশিয়ার আইন অনুযায়ী প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে কাগজপত্র চূড়ান্ত করা হয়েছে। 

মালয়েশিয়ার আইন ভাঙার কারণে ভবিষ্যতে যাতে তারা আর এই দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের এই প্রক্রিয়া আজিল ইমিগ্রেশন ডিপোতে আটক বন্দিদের ব্যবস্থাপনা সুশৃঙ্খল এবং পরিকল্পিতভাবে পরিচালনার চলমান প্রচেষ্টার একটি অংশ।