নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি প্রদেশের ক্রাইসচার্চের অদূরে রোবিনসন রোডের চৌরাস্তার মুখে এক সড়ক দুর্ঘটনায় লিংকন বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ড. এস. এম. আকরামুল কবির এবং শরীফ আহমেদ।
বিশ্ববিদ্যালয়ে একটি ওয়ার্কশপ শেষে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই সেইন্ট জন্স এম্বুল্যান্স দ্রুত তাঁদের উদ্ধার করে ক্রাইসচার্চ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।