News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-31, 9:20am

5fea0ea932bbe53c7c66d29907eb3ac00ca2eda2392d485f-2eda9cfb88410163f0518627284478181761880805.jpg




সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেরত পাঠানো এই ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সবাই কেদাহ এর বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

এই অভিবাসীরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করছিলেন। নিজ নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ। তাকে সহায়তা করেন অন্যান্য পদের আরও আট জন কর্মকর্তা। কেদাহ অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও প্রয়োগমূলক কার্যক্রমের একটি অংশ।