
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নতুন আদেশে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করা হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তরের স্মারকলিপি উদ্ধৃত করে এই তথ্য জানানো হয় যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি কল্যাণ ভাতা বা পাবলিক চার্জের ওপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ। মূলত আমেরিকান জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার রোধে এই ৭৫টি দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে ট্রাম্প প্রশাসন।
ভিসা স্থগিত হওয়া ৭৫টি দেশের তালিকায় রয়েছে: বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
স্মারকলিপি অনুযায়ী মার্কিন দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। কতদিন এই স্থগিতাদেশ কার্যকর থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এসব দেশ থেকে নতুন করে কাউকে ভিসা দেওয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে উচ্চশিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা বড় ধরনের সংকটে পড়লেন।