
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান করে ব্যালট পেপারটি ডাকযোগে পাঠানোর আহ্বান জানিয়েছে ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।
দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেকের বেশি রয়েছে প্রবাসী।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে। ওইদিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।