kalapara, World population day-21-07-2022
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান রনি। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা। সভা শেষে কর্মীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। - গোফরান পলাশ