News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

এক ম্যাচেই মেসির রেকর্ডের বন্যা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-27, 3:27pm




লিওনেল মেসি, দলমত নির্বিশেষে ফুটবলপ্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। ফুটবল মঞ্চে বর্তমানে বিশ্ব সেরাদের একজন তিনিই। কেন তিনি বিশ্বসেরা, তা আরও একবার প্রমাণ করেছেন।

দল যখন কঠিন সমীকরণে দাঁড়িয়ে, তখন একক নৈপুণ্যে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন। ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা একাধিক রেকর্ড গড়েছেন। ফুটবল বিশ্বকে রেকর্ডের বন্যায় ভাসিয়েছেন।

বিশ্বমঞ্চে এ নিয়ে পাঁচবার খেলছেন মেসি। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইনদের দ্বিতীয় গোল মেসির অ্যাসিস্ট থেকে। এর মধ্য দিয়ে পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করার ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে নাম লেখালেন মেসি। ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপেও অ্যাসিস্ট করান মেসি। ওই ম্যাচে গোলও করেছিলেন এই ফুটবলার।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে মেসিই একমাত্র সর্বকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ ফুটবলার, যিনি এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করেছেন।

১৯৬৬ সালের পর কেবল রিভেলিনো ডি-বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছেন। মেক্সিকোর বিপক্ষে গোল করার মাধ্যমে ডি-বক্সের বাইরে থেকে চতুর্থ গোল করেছেন মেসি। তথ্য সূত্র আরটিভি নিউজ।