News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ফাইনালে আর্জেন্টিনাকে শুরুতেই এগিয়ে নিলেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-18, 9:40pm




ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলছিল আর্জেন্টিনা। ফলে ফ্রান্স কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। কিন্তু ডি-বক্সের ভিতরে অ্যানহেল ডি মারিয়াকে ফাউল করে ফেলে দেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দিয়ে দেন। এরপর স্পট কিক থেকে গোল করে দলকে শুরুতেই এগিয়ে নিলেন মেসি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতেই ১-০ গোলের লিডে চলে গেল আর্জেন্টিনা।

রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়া ডি মারিয়াকে এদিন শুরুর একাদশে জায়গা দেন কোচ লিওনেল স্কালোনি।

শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের ওপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে আকাশি-সাদারা। মুহুর্মুহু আক্রমণে ফ্রান্সের রক্ষণের বিপদসীমায় ত্রাস ছড়িয়ে যাচ্ছে। বাম পাশ দিয়েই মূলত বেশিরভাগ আক্রমণে উঠেছে আর্জেন্টিনা। তার সুবাদে ২১তম মিনিটে ডি মারিয়া আক্রমণে বল নিয়ে এগিয়ে যান ফ্রান্সের দিকে। কিন্তু তাকে ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

সেখান থেকে এবারের বিশ্বকাপের ৬ নম্বর গোল করেন মেসি। ফলে শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে গেল ১-০ গোলে। তথ্য সূত্র আরটিভি নিউজ ‌