News update
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     

আল নাসরের জার্সিতে প্রথম গোল রোনালদোর

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-02-04, 9:14am

resize-350x230x0x0-image-210381-1675472313-963de22e06e99d981f50d6c50daf727c1675480449.jpg




আল নাসরের হয়ে প্রথম ম্যাচটি মোটেও ভাল হয়নি পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। দ্বিতীয় ম্যাচে এসে ফুটবলের তারকা হাসলেন, হাসলো তার দলের প্রত্যেকে। কেননা এই দিনে তার দল স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগে যোগ করা সময়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করেন রোনালদো।

ম্যাচের বারো মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেইয়োর গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ ফতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা নাসরকে সমতায় ফেরান।

খেলার ৫৮তম মিনিটে সোফিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিক ফতেহ। এরপর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

চলতি মৌসুমে লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয় গোল করলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তথ্য সূত্র আরটিভি নিউজ।