এফসি বোর্নমাউথকে রীতিমতো উড়িয়ে দিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানচেস্টার সিটি। বড় এই জয়ের ভূমিকা রেখেছেন হুলিয়ান আলভারেস ও আলিং হালান্দ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-১ ব্যবধানে জেতে সিটি। এই জয়ের মধ্য দিয়ে আর্সেনালের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধান কমালো পেপ গার্দিওয়ালার দল।
এর আগে শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জিতে শীর্ষে থাকা দলটি। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। অন্যদিকে, সিটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে।
ম্যাচের পঞ্চদশ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলভারেস।
পঞ্চদশ মিনিটে হলান্ডের শট ক্রসবার কাঁপিয়ে ফেরার পর বক্সের জটলার ভেতর থেকে ফিরতি শটে সিটিকে এগিয়ে নেন আলভারেস। ২৯ মিনিটে ফোডেনের পাসে নরওয়ের ফরোয়ার্ড হালান্দ গোল করে ব্যবধান দ্বিগুন করেন।
এদিকে, সিটির গতির খেলার বিপরীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হয়নি বোর্নমাউথ। তথ্য সূত্র আরটিভি নিউজ।