স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে রুখে দিয়েছে জিরোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জিরোনার সঙ্গে গোল শূন্য ড্র করেছে টেবিল টপাররা।
সোমবার (১০ এপ্রিল) রাতে চেনা আঙ্গিনা ক্যাম্প ন্যুতে জিরোনার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় বার্সা। তবে ৬০ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েও গোলের দেখা পায়নি জাভির শিষ্যরা। দারুণ দক্ষতায় জিরোনার জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজানিগা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। সফরকারীদের ভুলে বল পেয়ে যান আনসু ফাতি। দ্রুত গতিতে বক্সে ঢুকেই রবার্ট লেভানদোভস্কিকে পাস দেন তিনি। তবে ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় লেভানদোভস্কির ডান পায়ের শট। এর দুই মিনিট পরও সুযোগ পেয়েছিলেন এই পোলিশ ফরোয়ার্ড। তবে তার নেওয়া সেই হেডও বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচের ৯তম মিনিটে আবারও ভুল করে বসেছিল জিরোনা। ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো ব্যাক পাস করেন গোলরক্ষক পাওলোর দিকে, কিন্তু ততক্ষণে গোলবার ছেড়ে অনেকটা এগিয়ে আসেন তিনি। পরে দারুণ ক্ষিপ্রতায় ব্যাক করে দলকে বিপদমুক্ত করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। প্রথমার্ধে আর ভালো কোনো সুযোগ না হলে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দল দুটি।
বিরতি থেকে ফিরে আবারও সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন এরিক গার্সিয়া। অন্যদিকে ম্যাচের ৫৬তম মিনিটে দারুণ সুযোগ মিস করেন জিরোনার কাস্তিয়ানো। ম্যাচের ৭৮তম মিনিটেও সুযোগ পেয়েছিলেন লেভানদোভস্কি। কিন্তু এবারও ব্যর্থতার পরিচয় দেন এই পোলিশ তারকা। শেষ দিকে আর কোনো গোল না হলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের ফলে চার ম্যাচ পর লিগে পয়েন্ট হারাল কাতালানরা। ২৮ ম্যাচ শেষে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তথ্য সূত্র আরটিভি নিউজ।