News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

সৌদি বা বার্সা নয় এমএলএসের ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-06-08, 6:04am

image-93440-1686150711-abf25d91ebc47992ff2915f82f3d25691686182663.jpg




সৌদি আরব বা বার্সেলোনা নয়, যুক্তরাস্ট্রের মেজর লিগ সকারের (এমএলস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। গণমাধ্যমের রিপোর্টে একথা জানা গেছে।

আগামী ৩০ জুন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির হয়ে লিগ ওয়ানের শেষ ম্যাচে খেলতে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মেসির প্যারিস ছাড়ার বিষয়টি।

এরপর থেকেই শুরু হয়ে যায় মেসির পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা। বার্সেলোনা অবশ্য প্রকাশ্যেই ৩৫ বছর বয়সী ওই তারকাকে ক্যাম্প ন্যুয়ে ফিরিয়ে নেয়ার পদক্ষেপ গ্রহনের কথা ঘোষনা করেছিল। পাশাপাশি বিগত কয়েকমাস ধরে মেসিকে দলে ভেড়ানোর জন্য প্রাণপন চেস্টা চালায় সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

কিন্তু স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগু জানিয়েছেন মেসির পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র। বানিজ্যিক অংশীদার অ্যাপল ও এডিডাসের সহায়তা নিয়ে মেসিকে চুক্তিতে ভেড়ানোর দৌঁড়ে জিতেছে  ইন্টার মিয়ামি। দ্য অ্যাথলেটিকের রিপোর্টে বলা হয়, অ্যাপল টিভি এবং এমএলএসের মৌসুমি পাস থেকেও একটি অংশ পাবেন বিশ্বকাপ জয়ী এই তারকা। সেই সঙ্গে নিজেদের দীর্ঘ মেয়াদি চুক্তিকে আরো শক্তিশালী করতে একটি লভ্যাংশ বন্টনের চুক্তির প্রস্তাব দিয়েছে এডিডাস।

এই সপ্তাহের শুরুতেই মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছিলেন যে, বার্সেলোনাতে প্রত্যাবর্তনই মেসির বেশী পছন্দ। কিন্তু ক্লাবটির আর্থিক পরিস্থিতিই মুলত চুড়ান্ত চুক্তিকে অসম্ভব করে তুলেছিল।

বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী অচিরেই ইন্টার মিয়ামিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর। সেটি হতে পারে আগামী ২১ জুলাই। ওইদিন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপ ম্যাচে  খেলবে ইন্টার মিয়ামি। তথ্য সূত্র বাসস।