News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

দেখে নিন কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়ার একাদশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-07-15, 5:45am

ae2218d96397044e57e293febe2f0e620d68571fdbb6bc47-b06c8fa99e77170fd2490c3243e0350b1721000711.jpg




কোপা আমেরিকার ফাইনালে দুই দল তাদের একাদশ প্রকাশ করেছে। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার (১৫ জুলাই) ভোরে কোপা আমেরিকার ফাইনালে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। দুই দলই অপরাজিত থেকেই ফাইনালে পা রেখেছে।

বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের একাদশ সাজিয়েছে ৪-৪-২ ফরম্যাশনে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে ডিফেন্সে রয়েছেন মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো।

মাঝমাঠে ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টারের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলা ডি মারিয়া। আর আক্রমণ ভাগে মেসির সঙ্গে রয়েছেন জুলিয়ান আলভারেজ।

এদিকে সেরা একাদশ নামিয়েছে কলম্বিয়াও। ৪-২-৩-১ ফরম্যাশনে সাজানো একাদশের গোলরক্ষক হচ্ছেন ক্যামিলো ভার্গাস। ডিফেন্ডে রয়েছেন জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা এবং সান্তিয়াগো আরিয়াস। মধ্যমাঠে রয়েছেন রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হামেস রদ্রিগেজ। স্ট্রাইকে রয়েছেন জন কর্ডোবা।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

কলম্বিয়া একাদশ

ক্যামিলো ভার্গাস, জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, সান্তিয়াগো আরিয়াস, রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ, হামেস রদ্রিগেজ এবং জন কর্ডোবা।   সময় সংবাদ।