News update
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     

রানার বোলিং তোপে বিপর্যন্ত উইন্ডিজ, বড় লিডের পথে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-12-03, 7:19am

img_20241203_071737-ef8a010e225ccc3739dc576d00653b581733188791.jpg




নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৪৬ রানের লিড পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

তৃতীয় দিনের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন টাইগার বোলাররা। তরুণ পেসার নাহিদ রানার নিয়মিত ১৫০-এর আশপাশে করা বলগুলো খেলতে গলদঘর্ম হয়েছেন ক্যারিবীয় ব্যাটাররা। দিনের শুরুতেই নাহিদ রানার বলে পরপর ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তাসকিন ও তাইজুলের বলেও দ্রুত আরও ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর উইকেট শিকারে যোগ দিয়ে ২ উইকেট নেন হাসান মাহমুদ।

নাহিদ রানার ১৪২ কিলোমিটার গতির বলে কুপোকাত হয়ে ৩৯ রানে ফিরে যান ৩৩ রানে দিন শুরু করা ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। ব্যাক ফুটে গিয়ে বলটা বলটা ব্লক করার চেষ্টা করেন; কিন্তু ব্যাটের উপরের অংশে লাগিয়ে ক্যাচ তুলে দিলে সেটি তালুবন্দি করে নেন বদলি ফিল্ডার জাকির হাসান। দলীয় ৮৫ রানের মাথায় আউট হয়ে যান তিনি। এরপর ব্যাট করতে নামা কাভেম হজকে ৩ রানের সহজ ক্যাচে পরিণত করেন নাহিদ।

অ্যালিক আথানাজেকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়েই মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয় মিডল অর্ডার। জাস্টিন গ্রিভসকেও ঘূর্ণিতে বোকা বানান তাইজুল ইসলাম। সোজা বোল্ড করে সাজঘরে পাঠান। ২ রান করে আউট হন গ্রিভস। এরপর ৫ রান করা জসুয়া সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। নিজের পরের ওভারে সেট ব্যাটার কিয়েসি কার্টিকেও (৪০) তুলে নেন এই পেসার। লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১২৩ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা। ৮ উইকেটে ১৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে (৬) এলবিডব্লিউ করেন মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোচকে (৮) এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।

সবমিলিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং।

এরপর ব্যাট ব্যাট করতে নেমে কোন রান না করেই সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার মাহমুদুল হাসান জয়। ৫ বলে করেন ০ রান। আরেক ওপেনার শাদমান ইসলাম ৮২ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। তিন নম্বরে ব্যটে আসা শাহাদাত হোসেন করেন ২৮ বলে ২৬ রান। বর্তমানে ক্রিজে টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন লিটন কুমার দাস। তাদের ব্যক্তিগত রান ৪০ ও ২।

আরটিভি