News update
  • 700 sued over lynching of 2 people in Rangpur     |     
  • Non-intake of vegetables by BD children fuel Health Crisis     |     
  • 5 Al Jazeera journos killed in Israeli strike on Gaza City     |     
  • Cluster homes becoming popular in Kurigram char areas      |     
  • UNSC meet in emergency session, amid starvation in Gaza     |     

মাত্র ২৯ বছরেই অবসরের পথে ইংল্যান্ডের এক সময়ের বিস্ময়বালক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-03, 6:58pm

ea9f9e523c251de7ae7b149e7bc4b8cf93711a30819112c8-4075eb7c59ee4710e499b221ced759a01754225907.jpg




তাকে মনে করা হতো ইংলিশ ফুটবলের 'নেক্সট বিগ থিং'। শৈশবের ভয়ঙ্কর স্মৃতিকে পেছনে ফেলে ফুটবলে খুঁজে পেয়েছিলেন বেঁচে থাকার রসদ। টটেনহ্যামের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড জাতীয় দলেও নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন। বিশ্বফুটবলের বড় তারকা হওয়ার পথেই ছিলেন ডেলে আলী। কিন্তু শৈশবের সেই ট্রমা, স্লিপিং পিলে আসক্তি, অনিয়ন্ত্রিত জীবনযাপন আর পরিশ্রমের অনীহায় সেই 'বিস্ময়বালক' এখন বিস্মৃত তারকা।

মাত্র ২৯ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দেয়ার কথা ভাবছেন ইংলিশ ফুটবলের এক সময়ের রত্ন ডেলে আলী। ইতালিয়ান সংবাদমাধ্যম লা গেজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, কোমোর প্রথম দল থেকে বাদ পড়ার পর এখন তার ভবিষ্যত ঝুলে রয়েছে। কোচ সেস্ক ফ্যাব্রেগাসের পরিকল্পনা থেকে বাদ পড়ায় তাকে দল থেকে সরিয়ে দেয়া হয়েছে।

মাত্র ৬ মাস আগে ফ্রি ট্রান্সফারে এভারটন ছেড়ে কোমোতে যোগ দেন ২৯ বছর বয়সী ডেলে আলী। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ১৮ মাসের চুক্তি করেন।

২০২৪ এর গ্রীষ্মে এভারটন ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে কোমোতে যোগ দেন আলী। সেখানে ১৮ মাসের চুক্তিতে সই করেন, যার মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে, ক্লাব চাইলে এক বছর অতিরিক্ত থাকার সুযোগও ছিল। ইংল্যান্ডে চোট ও ছন্দপতনের কঠিন সময় পেরিয়ে ইতালিতে এসে এটা যেন ছিল তার জন্য নতুন শুরু। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সিরি আ-তে তার অভিজ্ঞতা হতাশাজনক। কোমোর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। গত মার্চে এসি মিলানের বিপক্ষে অভিষেক ম্যাচে ১০ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। নিষেধাজ্ঞা শেষে স্কোয়াডে ফিরলেও আর একটি ম্যাচেও মাঠে নামা হয়নি। মৌসুমের শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতে বেঞ্চে বসেছিলেন, আর বাকি ম্যাচটিতে বাইরে ছিলেন অসুস্থতার কারণে।

এখন তাকে মূল দলের সঙ্গে অনুশীলন করতেও দেওয়া হচ্ছে না, বরং আলাদা করে ট্রেনিং করতে বলা হয়েছে—এটা পরিষ্কার ইঙ্গিত যে কোচ ফ্যাব্রেগাসের পরিকল্পনায় তার জায়গা নেই। সাম্প্রতিক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেও (লিল, আল আহলি, ও অ্যাজাক্সের বিপক্ষে) তাকে স্কোয়াডে রাখা হয়নি। এই পরিস্থিতিতে ডেলের নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়া একরকম স্বাভাবিকই।

আগামী ২৪ আগস্ট কোমো তাদের টানা দ্বিতীয় সিরি আ মৌসুম শুরু করতে যাচ্ছে লাৎসিওর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ডেলে আলি সেই ম্যাচে কোনও ভূমিকায় থাকবেন—এমনটা খুব বাস্তবসম্মত ভাবনা মনে হচ্ছে না।

মিল্টন কেনেস ডন্সের একাডেমি থেকে উঠে আসা ডেলে আলী ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন। প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই আলো ছড়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। প্রথম মৌসুমেই ১০ গোল ও ১০ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন।

পরের মৌসুমে ছাড়িয়ে যান আগের মৌসুমের সাফল্যকেও। এই মৌসুমে ৫০ ম্যাচে ২২ গোল ও ১৩ অ্যাসিস্ট করেন আলী। তবে এরপর থেকেই পতন শুরু হয় তার। টটেনহ্যাম ছেড়ে এভারটন, বেসিকতাস, কোথাও আর থিতু হতে পারেননি তিনি। কোমোয় যোগ দিয়ে নতুন করে শুরুর চেষ্টা করেও ব্যর্থ হলেন আলী। মাত্র ২৯ বছর বয়সেই থেমে যেতে বসেছে এই প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার।