News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

লা লিগায় সর্বোচ্চ এমবাপ্পের, নতুন চুক্তিতে মেসির বেতন কত

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-31, 8:59am

f9c8f32f153bfb5ed61cd7b9e63d791e8366d6a259fcbe9a-0338a28653cbc96dab26d40fd09e6e361761879551.jpg




নতুন চুক্তির ক্লজ প্রকাশ না করলেও, ইন্টার মায়ামিতে মোটা অঙ্কের অর্থই পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন তারকাই মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এদিকে, লা লিগায় আয়ের হিসেবে শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ লিগ তালিকার শীর্ষ ২০ ফুটবলারের ১১ জনই রিয়াল মাদ্রিদের।

ক্লাব ফুটবলে টাকার খেলা। বছর,মাস; এমনকি সপ্তাহের হিসাব কষলেও দেখা যাবে লাখ লাখ টাকা পকেটে পুরছেন ফুটবলাররা। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাংক-ব্যালেন্সে কোনো ঘাটতি নেই লিওনেল মেসির। সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তবে, আর্জেন্টাইন সুপারস্টারের নতুন চুক্তির ক্লজ গোপন রেখেছে মেজর লিগ সকারের ক্লাবটি। এটুকু জানা গেছে যে, আড়াই বছরের চুক্তিতে দেড়শ' মিলিয়ন পাউন্ড পাবেন মেসি। যেটার মধ্যে থাকবে অবসরের পর ক্লাবের ইকুইটি পাবার বিষয়টিও।

বাৎসরিক মূল বেতন ১২ মিলিয়ন। এ বছর মোট আয় করবেন ২ কোটি ডলারের বেশি। নির্ধারিত সময় ১ অক্টোবরের পরে হওয়ায় নতুন চুক্তির বিষয়টি নিবন্ধিত হয়নি। তবে, এলএমটেনই যে থাকছেন এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না।

লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের তালিকায় মেসি আর তার বন্ধুদের জয়জয়কার। সার্জিও বুসকেটস ৮ দশমিক ৮, জর্দি আলবা ৬, আর লুইস সুয়ারেজ পাবেন দেড় মিলিয়ন ডলার। আর ১১ দশমিক এক পাঁচ মিলিয়ন ডলারে মেসির পরই দুই নম্বরে সন হিউং মিন।

এদিকে, লা লিগার সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় শীর্ষে মেসির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ থেকে সপ্তাহে ৬ লাখ পাউন্ডের বেশি আয় করেন ফরাসি বিশ্ব চ্যাম্পিয়ন তারকা।

এমবাপ্পের পরই আছেন রিয়ালের আরেক স্টার ডেভিড আলাবা। অস্ট্রিয়ান সেন্টারব্যাক পান প্রায় সাড়ে ৪ লাখ পাউন্ড। তার সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের মাসিক আয়ও ৪ লাখ পাউন্ডের বেশি। এল ক্ল্যাসিকোতে বদলি হওয়ার পর কোচ শাবি আলোনসোর সঙ্গে মেজাজ দেখিয়ে পরে আবার ক্ষমাও চেয়েছেন ভিনি। কোচের সঙ্গে এই ঝামেলার মাঝেই শোনা যাচ্ছে সেলেসাও তারকার সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছে মাদ্রিদিস্তারা। তখন পারিশ্রমিকের তালিকায় আলাবাকে টপকেও যেতে পারেন তিনি।

লা লিগায় চলতি বছরের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের তালিকায় শীর্ষ ২০'এর ১১ জনই রিয়াল মাদ্রিদের। আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগোরাও। বার্সেলোনার খেলোয়াড় আছেন ৭ জন। শীর্ষ পাঁচে আছেন কেবল রবার্ট লেওয়ানডস্কি। টপ টেনে আছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রাফিনিয়া, লামিন ইয়ামালও।