This dead dolphin floated to Kuakata beach on Thursday.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত ১০ ফুট লম্বা ইরাবতী প্রজাতির মা ডলফিন। এর পুরো শরীরের চামড়া উঠানো। বৃহস্পতিবার (৬ জুন) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।
আবুল হোসেন রাজু বলেন, 'বঙ্গোপসাগরের উত্তাল ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে। ওর শরীরের সম্পূর্ণ চামড়া উঠানো এবং পেট ফাটা। এটি দেখে মনে হচ্ছে গত দুই-তিন আগে মারা গেছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।'
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি, যাতে সৈকতে দুর্গন্ধ না ছড়ায়। - গোফরান পলাশ