News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপের কাজ চলছে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-08-26, 8:18am

ff1cec0862960a96d6e95a1fb461c91e0119f3f391fca9a0-d582d5f0269234594aae52c91be6d92a1756174720.jpg




জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার (২৪ আগস্ট) বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে। মতিঝিলে এফবিসিআইয়ে আয়োজিত এই সভায় উঠে আসে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা।

এ সময় পর্যটন, পাট, চা, চিনিসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা। সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে দুই দেশ।

এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, আমার দৃঢ় বিশ্বাস, একত্রে কাজ করলে আমাদের ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার পাশাপাশি দুই দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

এ সময় জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি দ্রুতই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর আশা প্রকাশ করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের খসড়া নিয়ে কাজ করছি। একই সময়ে আমরা বিটিং এবং এফটিএ’র খসড়া নিয়েও কাজ করছি, যা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এখনই দুই দেশের দীর্ঘমেয়াদে একসঙ্গে কাজ করার জন্য উত্তম সময়। ইনশাআল্লাহ, দ্রুততম সময়ে আপনারা বাংলাদেশে পাকিস্তানের মধ্যে আকাশপথে যোগাযোগের উন্নতি দেখতে পাবেন।

দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।