News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-08-26, 8:21am

ctg_dolphin-b6867bdb33c3a6720b47278ab0c6e8f41756174911.jpg




হালদা নদীর কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে হালদা অস্থায়ী নৌপুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী ও কনস্টেবল তাপস মল্লিকের নেতৃত্বে এই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

ডলফিনের সুরতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। এর দৈর্ঘ্য-৪৬ ইঞ্চি, প্রস্থ-৩২ ইঞ্চি, ওজন-৩৭ কেজি। পচে যাওয়ায়  এটিকে সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় মাটিচাপা দেওয়া হয়। 

নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক ও সদস্য মোহাম্মদ আলী জানান, জালে আটকে যাওয়ায় ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জালে আটকে যাওয়ার কারণে এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে।

ডলফিনের সুরুতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়ার সময় নৌপুলিশকে সহযোগিতা করেন নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক, সদস্য মোহাম্মদ আলী, মো. ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার, রিসার্চ অ্যাসোসিয়েট এ এইচ এম শিহার নেওয়াজ।