News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে রিয়ানা, বিল গেটস, মার্ক জাকারবার্গ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-03-05, 6:49pm

70f4aff0-dad4-11ee-9a5b-e35447f6c53b-7588a8c87cb444bd2385e3b4c3f37cf51709642963.jpg




পাঁচশোরও বেশি খাবারদাবারের পদ , এক হাজারেরও বেশি অতিথি এবং কয়েক মিলিয়ন ডলারের বাজেট! এশিয়ার সবচেয়ে বড় ধনীদের তালিকার শীর্ষে থাকা ব্যবসায়ীর ছেলে এভাবেই তার ‘প্রি ওয়েডিং' প্রাক-বিবাহ অনুষ্ঠান উদযাপন করলেন।

অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের তিন দিনের প্রাক বিবাহ উৎসবে রীতিমতো চাঁদের হাট বসেছিল।

এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন, শতকোটিপতি প্রযুক্তি ব্যবসায়ী থেকে শুরু করে বলিউডের তারকারা, ক্রীড়া জগতের দিকপালরা, এমনকি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও।

তারকাখচিত এই অনুষ্ঠান শুধুমাত্র ভারতীয় দর্শকদেরই নয়, মুগ্ধ করেছে অন্য দেশের মানুষকেও। তারা সবাই তাকিয়ে ছিলেন গত সপ্তাহান্তে গুজরাটের জামনগর শহরে শিল্পপতি মুকেশ আম্বানির আয়োজিত পার্টি থেকে আসা প্রতিটি বিবরণের দিকে।

অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে আসা অতিথিদের দৌলতে স্থানীয় বিমানবন্দর অস্থায়ীভাবে 'আন্তর্জাতিক' মর্যাদা পেয়েছিল। অতিথিদের মধ্যে ছিলেন দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিমন্ত্রিত ব্যক্তিরা।

জামনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিল গেটস ও মার্ক জাকারবার্গের মতো তারকাদের নিয়ে আনুমানিক ১৩০টি বিমান তাদের রানওয়েতে নেমেছে।

বেশির ভাগ অতিথির থাকার ব্যবস্থা হয়েছিল অনুষ্ঠানস্থলের কাছে বিলাসবহুল ‘গ্ল্যাম্পিং’-এ (গ্ল্যামারাস এবং ক্যাম্পিং এর মিশেলে তৈরি শব্দ)।

ওই তাঁবুতে থাকা অতিথিদের জন্য যে ধরনের বিলাসবহুল ব্যবস্থা করা হয়েছিল সেই পরিষেবার খরচ বহন করার সামর্থ্য তো দূরের কথা, তা বেশির ভাগ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন।

সেখানে বিশ্বের সেরা শেফদের তৈরি ৫০০রও বেশি ব্যঞ্জন থেকে নিজেদের পছন্দ মতো খাবার বেছে নিতে পারতেন অতিথিরা - এমনটাই জানা গিয়েছে।

অনুষ্ঠানে একাধিক থিম ছিল। তার সঙ্গে সামঞ্জস্য রেখে অতিথিদের প্রস্তুত হতে সাহায্য 

করতে মেকআপ এবং কেশ শিল্পীরা উপস্থিত ছিলেন। ছিলেন নামী স্টাইলিস্টও। লন্ড্রি পরিষেবাও রাখা হয়েছিল।

নয় পৃষ্ঠার শিডিউলে যত্ন সহকারে এই সমস্ত পরিষেবার বর্ণনা দেওয়া হয়েছিল।

ভারতে পপ তারকা রিয়ানার প্রথম পারফরম্যান্সের জন্য তাকে ৭০ লক্ষ ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিবিসি আলাদাভাবে এই অর্থের পরিমাণের বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

ভারতের বড় বড় চলচ্চিত্র তারকারাও মঞ্চে হিট গানের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়েছেন।

৩,০০০ একর জুড়ে বিস্তৃত যে জায়গায় এই অনুষ্ঠান হয়েছিল, সেটি আসলে অনন্ত আম্বানির অধীনে থাকা একটি প্রকল্প। হাজার হাজার প্রাণীর আবাসস্থল সেটি।

তবে শুধু পার্টিই নয়! ‘ফোর্বস’ জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ওই শহরে ১৪টি নতুন মন্দিরও তৈরি করেছেন।

প্রসঙ্গত, এই তারকাখচিত অনুষ্ঠানের পর জুলাইয়ে আসল বিয়ের আসর বসবে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিয়ের অনুষ্ঠানের দিকে যথারীতি নজর থাকবে সকলের। তথ্য সূত্র বিবিসি বাংলা।