News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজে ফেরত আসলেন দুই রুশ, এক আমেরিকান নভোচারি

গ্রীনওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-09-24, 10:37am

trytytyerty-23fb9ef9a0d0569dc35f461ecf3c93081727152656.jpg

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজ ক্যাপসুলে করে কাজাখস্তানে অবতরণ করেছেন আমেরিকার নভোচারি ট্রেইসি ডাইসন। ২৩ সেপ্টেম্বর, ২০২৪ (এপি)



আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দুই রুশ নভোচারি রেকর্ড সময় অবস্থান করার পর আরেক আমেরিকানসহ সয়ুজ ক্যাপসুলে করে কাজাখস্তানে অবতরণ করেছে।

কোনো সমস্যা ছাড়াই আই এস এস থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘন্টা পর ঐ ক্যাপসুল মাটিতে নেমে আসে। অবতরণের শেষ পর্যায়ে সয়ুজ ছোট রকেট ব্যবহার করে লাল সাদা প্যারাস্যুটের মাধ্যমে ঘন্টায় ১৬ মেইল বেগে নেমে আসে।

নভোচারিদের ক্যাপসুল থেকে বের করার পর মাধ্যাকর্ষণের সাথে খাপ খাইয়ে নিতে চেয়ারে বসানো হয় এবং পরে মেডিকেল পরীক্ষা করা হয়।

ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চাব মহাকাশ কেন্দ্র থেকে ৩৭৪ দিন পর ফেরত আসলেন। গত শুক্রবার তারা বিরতিহীনভাবে ঐ কেন্দ্রে দীর্ঘতম সময় থাকার নতুন রেকর্ড তৈরি করেন। তাদের সাথে শেষ ছয় মাস ছিলেন আমেরিকান ট্রেইসি ডাইসন।

মহাকাশ কেন্দ্রে আটজন নভোচারি রয়ে গেছেন। এর মধ্যে দুই আমেরিকান বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস তাদের নির্ধারিত সময়ের চাইতে অনেক বেশি সময় ধরে আছেন।

তারা বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলের প্রথম যাত্রী হিসেবে জুনে সেখানে যান। কিন্তু থ্রাস্টার এবং হিলিয়াম সমস্যার কারণে তাদের যাত্রা বিঘ্নিত হয়। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা স্টারলাইনারে তাদেরকে ফিরিয়ে আনার ঝুঁকি নেয়নি।

ঐ দুইজন আগামী বছর স্পেসএক্সে ফেরত আসবেন।