News update
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     

কোডার্সট্রাস্ট’র কোর্সে রবির কর্মী ও এলিট গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-09-25, 11:49pm

trtertewtwe-026b0f31affd02a25f1801da5ae6aff21727286560.jpg




দেশের শীর্ষস্থানীয় ফোরজি সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র এলিট গ্রাহক এবং কর্মীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এ উপলক্ষে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠান দুটি।  

চুক্তির আওতায় কোডার্সট্রাস্ট তাদের অন-ক্যাম্পাস, অনলাইন ও ডিজিটাল কোর্সসমূহে রবির কর্মীদের জন্য ২৫ শতাংশ এবং এলিট গ্রাহকদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করবে। ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে ফ্রি এসএমএস করে এ সুযোগটি গ্রহণ করতে পারেন গ্রাহকরা। 

রবির ‘কাস্টমার লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ড’ প্রোগ্রামের আওতায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজধানীর রবি করপোরেট অফিসে চুক্তিটি সই করেন রবি'র হেড অফ মার্কেটিং,(রবি)মো. শওকত কাদের চৌধুরী এবং কোডার্সট্রাস্ট’র সিইও, মো. শামসুল হক । 

এ সময় রবির লয়্যালটি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার এ.এস.এম. ফয়সাল এবং পার্টনারশীপ ম্যানেজার তাসনিয়া আফরিন উপস্থিত ছিলেন। কোডার্সট্রাস্ট’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর শামামা নওশীন ইয়ামানি, অ্যাসোসিয়েট ডিরেক্টর (অপারেশন) ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং হেড অব সুপারকিড নাফিয়া নওশীন।