News update
  • Xi unveils vision for equitable global governance, rejects unilateralism     |     
  • EU Warns Xi-Putin-Kim Alliance a Challenge to World Order     |     
  • Matarbari Project Set to Create 2.5m Jobs, Boost Economy     |     
  • 4,000 ASIs to Be Recruited Ahead of Polls, Says IGP     |     
  • World Heritage Sites Face Rising Water Risks from Climate Change     |     

শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-25, 8:29pm

img_20241225_202224-89b2498150f8a8c59f362584f5dd02e41735136974.png




শিল্প ও উৎপাদন খাতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(এআই)-এর নিরাপদ ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স এআইএম গ্লোবাল-এ যোগ দিয়েছে গ্লোবাল সাইবার সিক্যুরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

এই অংশীদারিত্ব ক্যাসপারস্কির প্রযুক্তিগত নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে এবং এআই-এর মাধ্যমে শিল্প খাতে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৩ সালে চালু হওয়া এআইএম গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে কাজ করছে। জাতিসংঘ মহাসচিবের আওয়ার কমন এজেন্ডা উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে, এআইএম গ্লোবালের লক্ষ্য শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করা। এই উদ্যোগের আওতায় বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত এবং শিল্প নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনশীল সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নিং (এমএল) অ্যালগরিদমে দুই দশকের অভিজ্ঞতা নিয়ে কাজ করা সাইবার সিক্যুরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি শিল্প খাতে এআই-এর পূর্ণ সম্ভাবনা উন্মোচনে এআইএম গ্লোবালের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত।

এআইএম গ্লোবালের সদস্যপদ প্রতিষ্ঠানটিকে শিল্প ও উৎপাদন খাতে এআই-এর সঠিক ব্যবহার প্রচারে সহায়তা করবে। এআই-চালিত হুমকি শনাক্তকরণ ও সলিউশনের ক্ষেত্রে ক্যাসপারস্কির এআই টেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষণা ও অভিজ্ঞতা এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এআইএম গ্লোবালের সাথে এই অংশীদারিত্ব ক্যাসপারস্কিকে এআই-এর ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। স্মার্ট হোম ডিভাইস থেকে রোবোটিক ম্যনুফ্যাকচারিং এবং ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো তুলে ধরতে প্রতিষ্ঠানটি কাজ করবে। ক্যাসপারস্কি নিয়মিত এআই টুলস-এর সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে এবং এআই-এর নৈতিক ব্যবহারের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

২০২৩ সালে জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামে ক্যাসপারস্কি তার এআই নৈতিক নীতিমালা উপস্থাপন করেছে। এই নীতিমালা শিল্প খাতে এআইএম গ্লোবালের এআই ব্যবহারের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলকতা, সহযোগিতা ও উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা এবং গোপনীয়তা ও সুরক্ষা। 

ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি বলেন, “এআইএম গ্লোবালের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে বিশ্বব্যাপী অংশীদাররা দায়িত্বশীলভাবে এআই’র শক্তি কাজে লাগাতে একসঙ্গে কাজ করছে। এই সম্প্রদায়ের অংশ হিসেবে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও টেকসই ব্যবহারের জন্য কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে অবদান রাখব এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলব যেখানে এআই ইতিবাচক পরিবর্তন ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।”