News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

টেলিফটো প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে নজর কাড়ল ভিভো এক্স২০০

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-05, 1:40pm

rtewtewt-ec85df51e6f2d34722c1a598ce44c0d71736062823.jpg




সারাদেশে মিলছে ভিভোর এক্স সিরিজের নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০। ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, কোয়াড কার্ভড ডিসপ্লে নিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছে নতুন এ ডিভাইসটি। 

শনিবার থেকে ভিভোর অথোরইজড শো রুমে মিলছে এক্স২০০। গত বছরের শেষ দিকে দেশে যাত্রা শুরু করে এই স্মার্টফোন। 

স্মার্টফোনটিতে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। এতে আছে ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। যা পাতলা, অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সহনশীলতার সঙ্গে তৈরি। সেইসাথে স্মার্টফোনটিতে থাকছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি। মাইনাস ২০ ডিগ্রি  সেলসিয়াস ঠান্ডাতেও নিরবচ্ছিন্ন কাজ করে যাবে এই ব্যাটারি। ঠান্ডা যতই পড়ুক, ব্যাটারির পারফরম্যান্স এ কোনো সমস্যা হবে না। ভিভো এক্স২০০ এর ব্লুভোল্ট ব্যাটারিতে ১৭ ঘন্টারও বেশি সময় টানা ভিডিও স্ট্রিমিং করা যাবে। একটানা ৯ ঘন্টা করা যাবে গেমিং। 

ক্যামেরায় বিশেষ করে জাইস টেলিফটো ক্যামেরার ফিচারগুলো ভিভো এক্স২০০ স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। এতে আছে ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম, টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই ডিভাইসটি মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিংয়ে দারুণ অভিজ্ঞতা দেবে। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।

নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে ভিভো এক্স২০০ এর নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম এ রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট, এআই ইরেজ, ডেটা পার্জ এবং ডেটা সিকিউরিটির মতো স্মার্ট ফিচার।

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। 

ভিভো এক্স২০০ স্মার্টফোন কিনলেই মিলবে এয়ারবাডস। যার দাম ৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি গ্রাহকরা বেছে নিতে পারবেন ১৫০০০ টাকা মূল্যের রিরো প্যাকেজ অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই ফোনের সুবিধা মত দুটি চমৎকার অফারের মধ্যে যেকোনো একটি