News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটকের কার্যক্রম

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-19, 1:21pm

weqweqw-6c80d2bd9720eb45ac7a83f1de0fb00a1737271293.jpg




টিকটক নিষিদ্ধে নতুন আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটি অফলাইনে চলে গেছে। আজ রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে বলা হয়েছে যে টিকটক নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করা হয়েছে, যার অর্থ "আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবেন না"।

এতে আরও লেখা ছিল, "আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পরে টিকটক পুনঃস্থাপনের সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন।"

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি "অন্ধকারে চলে যাবে" বলে সতর্ক করার পর এই অবস্থাটি আসলো। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের পর তিনি "খুব সম্ভবত" টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য অব্যাহতি দেবেন।

ব্যবহারকারীরা জানিয়েছেন, অ্যাপটি অ্যাপল এবং গুগলের মার্কিন অ্যাপ স্টোর থেকেও সরিয়ে ফেলা হয়েছে এবং টিকটক ডট কমে ভিডিও দেখা যাচ্ছে না।

ট্রাম্প গতকাল শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে বলেন "৯০ দিনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি খুব সম্ভবত করা হবে, কারণ এটি যথাযথ"। তিনি আরও বলেন, আমি যদি টিকটক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেই, তাহলে সম্ভবত সোমবারই এ বিষয়ে ঘোষণা দেবো।

হোয়াইট হাউস বলেছে, পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আসন্ন প্রশাসনের ওপর বর্তাবে। প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, "সোমবার ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের আগে আগামী কয়েক দিনের মধ্যে টিকটক বা অন্যান্য কোম্পানির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো কারণ আমরা দেখছি না"।

গত বছরের এপ্রিলে পাস হওয়া আইনটি গত শুক্রবার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে যদি না চীনভিত্তিক মূল কোম্পানি বাইটড্যান্স রোববারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করে, যা তারা এখনও করেনি।

টিকটক যুক্তি দিয়েছে যে এই আইনটি দেশের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য বাকস্বাধীনতা সুরক্ষার বিষয়টিকে লঙ্ঘন করে।

রায়ের পর টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ ট্রাম্পের কাছে আবেদন করে বলেছেন, "আমাদের সঙ্গে কাজ করার সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতির" জন্য তাকে ধন্যবাদ।

সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মিঃ চিউ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অফলাইনে যাওয়ার আগের কয়েক ঘণ্টা ধরে, কন্টেন্ট নির্মাতারা তাদের অনুসারীদের বিদায় জানাতে ভিডিও পোস্ট করছিলেন।

ক্রিয়েটর নিকোল ব্লুমগার্ডেন বিবিসিকে বলেছেন, টিকটকে না থাকায় উল্লেখযোগ্য বেতন হ্রাস পাবে।

আরেকজন ব্যবহারকারী এরিকা থম্পসন বলেছেন, প্ল্যাটফর্মে শিক্ষামূলক বিষয়বস্তু সম্প্রদায়ের জন্য "সবচেয়ে বড় ক্ষতি" হবে।

শনিবারের শুরুতেই টিকটক ব্যবহারকারীরা একটি বার্তা পায়, যেখানে বলা হয়েছে আইনটি "আমাদের পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পরিষেবা পুনরুদ্ধার করার কাজ করছি।"