News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখবে গুগল!

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-29, 7:59am

4a3ca4a5fa6dd1d8b3b596e707470e5591dc3822c4949784-1-a2bbf5c59ebe4a5edffd33dda794c7ff1738115971.jpg




ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখবে গুগল!

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপসে মেক্সিকো উপসাগর ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখবে গুগল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক ঘোষণায় মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘জিওগ্রাফিক নেইমস সিস্টেম’-এ মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে হালনাগাদ হওয়ার পরে দেশটির ব্যবহারকারীদের জন্যও গুগল ম্যাপসে এর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করবে তারা।

গুগল বলছে, সরকারি সূত্রে কোনো স্থানের নাম পরিবর্তন করা হলে ওই স্থানের নাম নিজেদের অ্যাপে হালনাগাদ করার রীতি রয়েছে তাদের। 

এই পরিবর্তন কেবল মার্কিন ব্যবহারকারীরা দেখতে পাবেন এবং মেক্সিকোতে এ উপসাগরের নাম মেক্সিকো উপসাগরই থাকবে। 

এর আগে, গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করেছে তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি