News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

দ্রুত গুগলে তথ্য খুঁজে পাওয়ার ৭ সহজ কৌশল

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-03, 11:46am

435ewrfewr-6ed59f39af670c19b4adf7c197ff8e7c1762148791.jpg




অনলাইন তথ্য খোঁজার ক্ষেত্রে গুগল হল সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম। তবে অনেক সময় তথ্য খুঁজতে গিয়ে অপ্রাসঙ্গিক ফলাফল বা সময় নষ্ট হয়। কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললে খুব দ্রুত এবং সঠিক তথ্য পাওয়া যায়। আজ আমরা জানবো গুগলে তথ্য খুঁজে পাওয়ার ৭টি কার্যকর উপায়।

নির্দিষ্ট বাক্যাংশ খুঁজুন:

যদি কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবেই খুঁজতে চান, তবে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখুন। যেমন, “বেস্ট পিজ্জা ইন ঢাকা” সার্চ করলে শুধুমাত্র এই নির্দিষ্ট বাক্যাংশের ফলাফলই দেখতে পাবেন।

কোনো শব্দ বাদ দিন:

যদি সার্চ ফলাফল থেকে কোনো নির্দিষ্ট শব্দ বাদ দিতে চান, তাহলে সেই শব্দের আগে মাইনাস (-) চিহ্ন দিন। উদাহরণস্বরূপ, ‘অ্যাপল -ফ্রুট’ সার্চ করলে শুধু অ্যাপল কোম্পানির তথ্যই আসবে, ফলাফল থেকে আপেল বা ফল সংক্রান্ত তথ্য বাদ যাবে।

শব্দের অর্থ সহজে জানুন:

কোনো শব্দের অর্থ জানতে ‘Define: শব্দ’ লিখলেই গুগল সাথে সাথে শব্দটির অর্থ, উচ্চারণ এবং ব্যবহার দেখাবে। এতে আলাদা কোনো ট্রান্সলেট অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়ে না।

আংশিক বাক্য অনুসন্ধান:

বাক্যের পুরো অংশ মনে না থাকলে বাক্যের অংশে তারকা (*) চিহ্ন ব্যবহার করুন। যেমন ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল ফাঁকা অংশটি পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে।

মুদ্রা বা একক রূপান্তর করুন:

গুগলের মাধ্যমে মুদ্রা বা পরিমাপের একক সহজেই রূপান্তর করা যায়। যেমন, ‘১০০ মার্কিন ডলার টু টাকা’ বা ‘১০ কিলোমিটার টু মাইল’ লিখলেই সাথে সাথে রূপান্তরিত তথ্য দেখা যাবে।

ফ্লাইট, আবহাওয়া ও খেলার ফলাফল:

নির্দিষ্ট ফ্লাইটের অবস্থা, আবহাওয়া বা খেলার ফলাফল জানতে আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। শুধু ফ্লাইটের নাম, ‘ঢাকা ওয়েদার’ বা ম্যাচের নাম লিখলেই গুগল সরাসরি ফলাফল দেখায়।

শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজুন:

কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য দ্রুত পেতে ‘site:সাইটের-নাম কাঙ্ক্ষিত-কি-ওয়ার্ড’ লিখুন। এতে গুগল শুধু ওই ওয়েবসাইটের ফলাফল দেখাবে, যা সময় বাঁচায়।

এই ছোট কৌশলগুলো অনুসরণ করলে গুগল সার্চ আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া হবে ঝামেলা ছাড়াই।