News update
  • Logi-boitha of 2006 was the 1st reflection of Hasina’s fascism: Rizvi     |     
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     

বিদ্যুতের পাইকারি দাম বাড়লো, কার্যকর ডিসেম্বরে

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-11-22, 7:42am




বাংলাদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বর মাস থেকে নতুন দাম কার্যকর হবে।

কিন্তু ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম এখনি বাড়ছে না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

কমিশনের চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেছেন, বিদ্যুতের পাইকারি পর্যায়ের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি বছরে আট হাজার কোটি টাকা বাড়তি আয় করবে।

পাইকারি পর্যায়ে প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে।  সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই দর নির্ধারণ করা হয়েছিল।

তবে পাইকারিতে দাম বাড়লেও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়াতে পারবে না।

ফলে  সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্যহার, চার্জ ও অন্যান্য ফি আগে যা ছিল, এখনো তাই থাকছে। তা থেকে কোম্পানিগুলো বাড়াতে পারবে না।

এসে বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন খাতে ভর্তুকী কমানোর তাগিদ দিয়েছিল।

সোমবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিদ্যুতের এই দাম বাড়ানোর সাথে আইএমএফ-এর সেই পরামর্শের কোন সম্পর্ক আছে কি না।

এ প্রশ্নের জবাবে বিইআরসি-র চেয়ারম্যান মি. জলিল বলেন, আইএমএফ-এর প্রতিনিধিদল বিইআরসির সাথে বৈঠক করেছে। বিদ্যুতের মূল্য নির্ধারণ সম্পর্কে ধারণা নিয়েছে। কিন্তু তাদের কোন পরামর্শ অনুযায়ী এই দাম বৃদ্ধির ঘটনা ঘটেনি। তথ্য সূত্র বিবিসি বাংলা।