News update
  • Tourists see first sunrise of Bengali year 1432 in Kuakata     |     
  • Soybean Oil Price Soars by Tk 14 Per Litre      |     
  • Drone Spectacle Lights Up Dhaka Sky for Pahela Baishakh     |     
  • Festive Spirit Engulfs DU, Adjacent Places on Pahela Baishakh     |     
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রঃ পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিদ্যুৎ 2025-01-19, 11:57pm

patuakhali-thermal-power-plant-starts-trial-production-3141b190957e1a1ea772a99d9270a09c1737309426.jpg

Patuakhali Thermal power Plant starts trial production.



পটুয়াখালী: পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। শনিবার রাত সাড়ে বারোটার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

তিনি বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে। - গোফরান পলাশ